গত ১৪ আগস্ট বুদবুদের সুকান্ত নগরে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে লক্ষাধিক টাকা নগদ ও কয়েক ভরি সোনার গয়না লুট করে নিয়ে যায় এক দল দুষ্কৃতী। ঘটনায় গুরুতর আহত হন ওই স্বর্ণ ব্যাবসায়ী সমর সরকার(৫০)। তাঁর বাড়ি বর্ধমান থানার ভাতছালা মনসাতলা এলাকায়। বুদবুদে তাঁর সোনার দোকান আছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কাঁকসার এসিপি শাশ্বতী শ্বেতা সামন্ত ও বুদবুদ থানার ওসি প্রমিত গাঙ্গুলি সহ পুলিশ কর্মীরা।
দুষ্কৃতীদের ফেলে যাওয়া বাইক ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। উদ্ধার হয় লুট হওয়া সোনার কিছু অংশ, একটি দেশী ৯ এমএম পিস্তল, ৬টি কার্তুজ, হাজার দশেক টাকা। ধৃত ৫ জনকে আজ দুর্গাপুর আদালতে পেশ করে ১৪দিনের হেফাজতের আবেদন জানায় পুলিশ। ডিসিপি (পুর্ব অভিষেক গুপ্তা জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকি সোনা উদ্ধার করা হবে। এই দলে আরও কেউ রয়েছে কিনা তাও খোঁজ চালাবে পুলিশ। সেদিন ঘটনাস্থলে যে বাইকটি ফেলে পালিয়েছিল দুষ্কৃতীরা, সেটি বর্ধমান থেকে ঘটনার প্রায় ১৫দিন আগে দুষ্কৃতীরা চুরি করেছিল বলে জানতে পারে পুলিশ। সেই বাইকে চড়ে এসেই গুলি চালিয়ে লুটপাট চালায় দুষ্কৃতীর দল। ধৃত ৫ জনই পূর্ব বর্ধমানের বাসিন্দা বলে জানিয়েছেন ডিসিপি অভিষেক গুপ্তা। ধৃতদের নাম লোকমান শেখ, সাহিন সেখ, চঞ্চল শেখ, সাহিল মন্ডল ও রাকেশ শেখ।