দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে ১৩৫ জন প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দল থেকে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে ৭ জন প্রার্থী কোটিপতি এবং ৫ জন প্রার্থী রয়েছেন যাঁদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫০ লক্ষের অধিক। নির্বাচন কমিশন সূত্রে এখবর জানা গেছে। প্রার্থীদের নির্বাচন দপ্তরে দেওয়া তথ্য আনুযায়ী জানা গেছে, ৭ জন কোটিপতির মধ্যে সবথেকে বেশী ধনবান হলেন দুর্গাপুরের সদ্য প্রাক্তন ডেপুটি মেয়র তথা ৫ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমিতাভ বন্দোপাধ্যায়। অমিতাভ বন্দোপাধ্যায়ের মোট সম্পত্তির পরিমাণ ৬ কোটি ৩৫ লক্ষ ১৫ হাজার ৯৩৯ টাকা এবং দরিদ্রতম প্রার্থী হল ৩ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী পূর্ণিমা পন্ডিত। পূর্ণিমা দুর্গাপুর গভর্ণমেন্ট কলেজের প্রথম বর্ষের ছাত্রী। পূর্ণিমার মোট সম্পত্তির পরিমাণ ৩৬৩ টাকা।
তাছাড়া ৭ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র চট্টোপাধ্যায় ২ কোটি ৭৫ লক্ষ ৬৩ হাজার ৩৮৫ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে। ১১ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিলীপ অগস্তির মোট ১ কোটি ৭২ লক্ষ ৫২ হাজার ৯৬১ টাকার সম্পত্তি রয়েছে। ২০ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রমাপ্রসাদ হালদারের ১ কোটি ১৫ লক্ষ ৬২ হাজার ৪০৪ টাকা এবং ২৩ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবব্রত সাঁই-এর ২ কোটি ৯৫ লক্ষ টাকার সম্পদ রয়েছে।
২২ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী অমিতাভ বন্দোপাধ্যায়ের মোট সম্পত্তির পরিমান ২ কোটি ৫১ লক্ষ ৪৮ হাজার ৬৫০ টাকা ও ২৫ নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী নৃপেন্দ্র নাথ ঘোষের স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৩৩ লক্ষ ৬ হাজার ৪ টাকা। এছাড়া ৫০ লক্ষের অধিক সম্পত্তির মালিক রয়েছেন ৫ জন প্রার্থী। ১৯ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী মনোহর কোনারের কাছে ৯৮ লক্ষ, ৩০ নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী ভোলা যাদবের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮২ লক্ষ, ওয়ার্ড নং ২ এর মনিরুল মিদ্দ্যার ৫২ লক্ষ, ওয়ার্ড নং ১০ এর বামফ্রন্ট প্রার্থী কালীশঙ্কর বন্দোপাধ্যায়ের ৫২ লক্ষ, ১৬ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুশীল চট্টোপাধ্যায় কাছে ৭৭ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে।