এশিয়ার বৃহত্তম বেবি ও কিড্‌স প্রোডাক্টের অনলাইন স্টোর মহিন্দ্রা গ্রুপের ফার্স্টক্রাই (www.firstcry.com) বিপণির উদ্ধোধন হল দুর্গাপুরে। কলকাতা, মধ্যমগ্রাম, হাওড়া, শিলিগুড়ি ও বহরমপুরের পর শনিবার ফার্স্টক্রাই-এর অফলাইন স্টোরের উদ্ধোধন হয় দুর্গাপুরের জাংশন মলের তৃতীয় তলায়। উদ্ধোধন করেন সংস্থার দুর্গাপুরের বিপণির কর্ণধার পল্লবী মিশ্র ও মৌসুমী মিশ্র।

অনলাইনের পর এবার অফলাইন বাজারেও সংস্থার উপস্থিতি জোরালো করতে দেশ জুড়েই ইট-কাঠ-পাথরের বিপণি খুলছে ফার্স্টক্রাই। সংস্থার ভাবমূর্তি তৈরিতে এবং ক্রেতাদের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়াতে অফলাইন দোকানের যে বিকল্প নেই তা অনস্বীকার্য। সেই দিশাতেই এবার সংস্থার বাণিজ্যিক মানচিত্রে ঢুকে পড়ল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর।

জানা গেছে, দুর্গাপুরে ফার্স্টক্রাই বিপণিতে ছয় বছর পর্যন্ত বাচ্চাদের কেয়ারের জন্য ১৪ টি বিভাগের ২০০ ধরণের কসমেটিক্স সহ বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির খেলনা, যুগোপযোগী আধুনিক পোশাক সহ বাচ্চাদের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র এখানে সুলভ মূল্যে পাওয়া যাবে। সংস্থার অনলাইন স্টোরের মতই যাবতীয় নামী কিড্‌স ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া যাবে দুর্গাপুরের বিপণিতে। শো-রুমের দুই কর্ণধার পল্লবী মিশ্র ও মৌসুমী মিশ্র বলেন, ‘আগে সংস্থার অনলাইন স্টোরে বিভিন্ন বেবি প্রোডাক্টের ছবি দেখে ক্রেতাকে প্রোডাক্ট কিনতে হত। এবার থেকে দুর্গাপুরবাসী তাঁদের ছোট্ট সোনার পছন্দের যাবতীয় জিনিস শো-রুমে এসে নিজের হাতে দেখে পরখ করে কিনতে পারবেন।’

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook