এই প্রথম পশ্চিম বর্ধমান জেলায় দুই করোনা আক্রান্ত ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত হল। ময়নাতদন্ত হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। মহকুমা হাসপাতালে গত বৃহস্পতিবার দুটি অস্বাভাবিক মৃত্যুর দেহ আসে, তার মধ্যে একটি মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল, অপর একটি দেহ অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছিল বলে জানা গেছে। দুটি ক্ষেত্রেই ব্যক্তিরা মৃত্যুর আগে কোভিড পজিটিভ ছিলেন।
দুটি ক্ষেত্রেই মৃতের পরিবারের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। এরপর মৃত্যু দুটি হোমিসাইড না সুইসাইড, সে সম্পর্কে নিশ্চিত হতেই অত্যন্ত ঝুঁকি নিয়েই দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত করেন ডা. দিলীপ কুমার মন্ডল। ডা. মন্ডল জানান, এই ময়নাতদন্ত করে আমরা একটা বার্তা দিলাম সমাজকে। কারণ এই কোভিড মহামারির সুযোগ নিয়ে খুন করে দেহ কোভিড আক্রান্ত বলে দাহ করে দেওয়াটা অনেক সহজ, সে কারণেই এই পদক্ষেপ বলে জানান ডাক্তার।