প্রায় ৬৬ বছরের পুরানো স্কুলে প্রথমবার বাগদেবীর আরাধনা ঘিরে ব্যাপক উৎসাহ দুর্গাপুরের নবঘনপুর প্রাথমিক বিদ্যালয়ে। দুর্গাপুর উত্তর চক্রের নবঘনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে ১৯৫৬ সালে, এই বিদ্যালয় এই অঞ্চলের পুরাতন বিদ্যালয়গুলির মধ্যে একটি। গ্রামের মানুষ নিজেদের উদ্যোগে বিদ্যালয়ের মাঠে পুজোর আয়োজন করলেও বিদ্যালয়ে কোনদিনই মা সরস্বতীর পুজো হয়নি। এবার এই বিদ্যালয়ের এক তরুণ সহ-শিক্ষক সুশান্ত চ্যাটার্জী সম্পূর্ণ নিজের উদ্যোগে খুব কম সময়ের মধ্যে নিজ হাতে সরস্বতী মায়ের মণ্ডপ তৈরি করে তাক লাগিয়েছেন। যা সকলের দৃষ্ট আকর্ষণ করেছে।

তরুণ সহ-শিক্ষকের এই উদ্যোগে খুব খুশি সমস্ত গ্রামবাসীরা। দুর্গাপুর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুধাংশু চক্রবর্তী এই ধরণের উদ্যোগে খুব খুশি হয়েছেন। উনি নিজে পুজোতে আসবেন বলে কথা দিয়েছেন বলে জানান সুশান্তবাবু।

এদিকে, বিদ্যালয়ে প্রথমবার মা সরস্বতীর পুজো হচ্ছে তাও আবার বেশ জাঁকজমক করে, তাই ভীষণ আনন্দিত স্কুলের পড়ুয়ারা। একে তো লকডাউনে বিদ্যালয় বন্ধ, তাই বছর দুয়েক বিদ্যালয়ের মুখ দেখতে পায়নি তারা। এবার সরস্বতী পুজোয় বিদ্যালয় যেতে পারার আনন্দ তাদের চোখে মুখে। তবে শিক্ষকরা বলে দিয়েছেন, মানতে হবে সামাজিক দুরুত্ব বিধি, মাস্ক অবশ্যই চাই। করোনার সব রকম বিধিনিষেধ মেনেই স্কুলে হবে বাগদেবীর আরাধনা।

Like Us On Facebook