গণেশ পুজোর চাঁদার দাবি না মানায় এক দোকানদারকে মারধর, দোকান ভাঙচুর ও তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠল দুর্গাপুর ইস্পাত নগরীর ডি-সেক্টর মার্কেট সংলগ্ন এক ক্লাবের দুই সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় কোন প্রাণহানির‌ খবর নেই। আক্রান্ত দোকানদার দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর থানার পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় পাঁচ যুবককে আটক করে। এই ঘটনায় দুর্গাপুর শিল্পাঞ্চলে ‌শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ ধরপাকড় শুরু করায় এই ঘটনায় মূল অভিযুক্তরা এলাকা ছেড়ে চম্পট দিয়েছে। পুলিশ অভিযুক্তদের ধরতে জোর তল্লাশি শুরু করেছে।

অভিযোগ, ইস্পাত নগরীর ডি-সেক্টর মার্কেটের ব‍্যবসায়ী অনিল চৌধুরী ও তাঁর ভাইপোর‌ দোকানে স্থানীয় একটি ক্লাবের সদস্যরা গণেশ পুজো উপলক্ষে মোটা টাকা চাঁদা দাবি করে। অনিলবাবু ও তাঁর ভাইপো মোটা টাকা চাঁদা দিতে অস্বীকার করায় তাঁদের দোকান‌ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ক্লাবের সদস্যরা চড়াও হয়।

আরও অভিযোগ, দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে গেলে চাঁদা আদায়কারীরা ব‍্যাপক মারধর করে দোকান মালিককে। এরপরেই কয়েক রাউন্ড গুলিও ছোঁড়ে ব‍্যবসায়ীদের লক্ষ্য করে। গুলি দোকানের শাটারে গিয়ে লাগে। গুলির আওয়াজে স্থানীয় মানুষ বেরিয়ে এলে চাঁদা আদায়কারীরা চম্পট দেয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলির খোল উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ স্থানীয় পাঁচ যুবককে আটক করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় শুক্রবার।


Like Us On Facebook