সোমবার রাতে দু’নম্বর জাতীয় সড়কে চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা গেছে, কলকাতা থেকে দুর্গাপুর যাওয়ার সময় কাঁকসার খাট পুকুরের কাছে গাড়িতে হঠাৎ আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, উত্তর ২৪ পরগনার সোদপুর থেকে এক ব্যক্তি পরিবারের তিন জনকে নিয়ে দুর্গাপুরের উখড়া এলাকায় ফিরছিলেন। কাঁকসার বাঁশকোপা টোলপ্লাজা পার হওয়ার পর হঠাৎই তাঁদের ছোট গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে গাড়ি থেকে সকলেই নেমে যান। মুহুর্তের মধ্যে গোটা গাড়িটি আগুনে গ্রাস করে ফেলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। তবে এই ঘটনায় হতাহতের কোন খবর নেই। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান দমকল বাহিনীর।