.

দুর্গাপুরের গ্রাফাইট ইন্ডিয়া কারখানার একটি ইউনিটে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ভস্মীভূত হয় ওই ইউনিটটি। জানা গেছে, গ্রাফাইট ইন্ডিয়া কারখানার ওই ইউনিটে পিচের ব্যবহার করতে হয়। হঠাৎ করে পিচে আগুন ধরে গোটা ইউনিটে আগুন ধরে যায়। আগুন নেভাতে দমকলকর্মীরা আসার আগেই কারখানার কর্মীরা আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন। এরপর দমকল বাহিনীর একটি ইঞ্জিন এলে দমকলকর্মীরা আগুন নেভায়। কারখানা সূত্রে জানা গেছে, গ্রাফাইট ইন্ডিয়া কারখানার একটি বিশেষ ইউনিট আগুনে ভস্মীভূত হওয়ায় মাস খানেক লাগবে ফের ওই ইউনিটটি চালু করতে। কারখানা কর্তৃপক্ষ ওই ইউনিটে আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন বলে জানা গেছে।

Like Us On Facebook