ফের দুর্গাপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটল। কয়েকদিন আগে প্রান্তিকার তালতলা বস্তিতে বড়সড় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুচিপাড়ায় রবিবার ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে বড় ধরণের বিপদ থেকে রক্ষা পেল দুর্গাপুরের মুচিপাড়া মন্ডল মার্কেট এলাকার মানুষ।
জানা গেছে, রবিবার দুপুরে মুচিপাড়ার মন্ডল মার্কেট সংলগ্ন এলাকার মানুষজন দেখতে পান মার্কেটে মোবাইলের একটি দোকানের ভিতর থেকে আগুনের লেলিহান শিখা বেড়িয়ে আসছে, সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। একটি ইঞ্জিন এসে প্রায় আধ ঘন্টার চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে এই মার্কেটে পরপর আটটি দোকান রয়েছে, পিছনে একটি বসতিও রয়েছে। আগুন সময়মতো নিয়ন্ত্রণে না এলে আরও বড় বিপদ ঘটে যেতে পারতো বলে মনে করছেন স্থানীয়রা।