বর্ধমান স্টেশনের জিআরপি থানা ও হাওড়া জিআরপি থানার যৌথ উদ্যোগে ৫৫জনের হাতে ফিরিয়ে দেওয়া হল মোবাইল ফোন। চুরি অথবা খোওয়া যাওয়া মোবাইলকে এভাবে ফিরে পাওয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে গ্ৰাহকদের হাতে ফিরিয়ে দিতে বেশ কিছুদিন ধরেই উদ্যোগ নিয়েছে এই দুটি থানা। শনিবার বর্ধমান স্টেশনে তৃতীয় দফার এই অনুষ্ঠানে ৫৫জনের হাতে মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হল।

এদিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন আসানসোল জোনের ডিএসপিআর উজ্জ্বল দাস, বর্ধমান জিআরপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তাহরণ সিনহা সহ জিআরপির অন্যান্য আধিকারিকবৃন্দ। এর আগে এই ধরণের অনুষ্ঠান করা হয়েছিল গত বছরের ২৭ সেপ্টেম্বর এবং ২৫ নভেম্বর। ডিএসপিআর উজ্জ্বল দাস জানান, আজ হাওড়া জেলা জিআরপি ও বর্ধমান জিআরপির থানার তরফ থেকে ৫৫ জনের হাতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দেওয়া হল। তিনি এদিন তাঁর বক্তব্যে মোবাইল ফোন নিয়ে রাস্তা পারাপার না করা, রেললাইন পারাপার না করা এবং রেল স্টেশনে খুব সাবধানতার সঙ্গে মোবাইল ফোন ব্যবহার করার ওপর জোর দেন।