দুর্গাপুরের সিটি সেন্টারের জাংশন মলের কাছে এক বাণিজ‍্যিক বহুতলে আগুন লাগে শুক্রবার সকালে। ওই বহুতলের গ্রাউন্ড ফ্লোরে একটি বহুজাতিক সংস্থার খাবারের আউটলেট রয়েছে। প্রাথমিক ভাবে ওই বহুজাতিক সংস্থার কিচেনের সার্ভার রুম থেকেই সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান দমকলের আধিকারিদের। আগুন থেকে নিমেষেই কালো ধোঁয়ায় ভরে যায় বহুতলটির বেসমেন্ট।

জানা গেছে, এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ সিটি সেন্টারের ওই বাণিজ‍্যিক বহুতলের বেসমেন্ট থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা দমকলে খবর দিলে দমকলের দু’টি ইঞ্জিন এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কালো ধোঁয়ায় বেসমেন্ট ভরে যায়। আগুনের খবরে ঘটনা স্থলে আসেন মেয়র, ডেপুটি মেয়র সহ অন্যান্যরা। সিটি সেন্টারের বহুতলে আগুন লাগার জেরে বাড়ির মালিক সহ যাদের গাফিলতি আছে তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন দুর্গাপুরের মেয়র দিলীপ আগস্তি। অগ্নিবিধি মানার ব্যাপারে গাফিলতি দেখা গেলে নগর নিগম যে রেয়াত করবে না তার প্রমাণ দিলেন মেয়র।

উল্লেখ্য, কয়েকদিন আগে কলকাতার বাগরি মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ড ভয়াল রূপ রাজ‍্যের মানুষ দেখেছেন। বাগরি মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে কয়েকদিন আগে দুর্গাপুরের সিটি সেন্টারে দুর্গাপুর নগর নিগম বিভিন্ন মল, হাসপাতাল, হোটেল, রেস্টুরেন্টের অগ্নি প্রতিরোধ ব‍্যবস্থা খতিয়ে দেখতে অভিযানে নামে। সেই অভিযানে যেসব ত্রুটি ধরা পড়ে তা নির্দিষ্ট সময়ের মধ্যে শুধরে নেওয়ার জন্য নগর নিগম সংশ্লিষ্ট সংস্থাগুলিকে নির্দেশ দেয়।




Like Us On Facebook