সেপ্টেম্বর মাসে একটি বহুজাতিক পিৎজা আউটলেটের কিচেনে আগুন লাগার পর ফের সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারে আগুন। এদিন সিটি সেন্টারের পান্থশালা রেস্টুরেন্টের কিচেনে আচমকাই আগুন ধরে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়।
রেস্টুরেন্টের কিচেনের চিমনির মধ্যে জমা বর্জ্য কিচেনের জ্বলন্ত ওভেনের মধ্যে পড়ে আগুন ধরেই এই বিপত্তি বলে জানান দমকল কর্মীরা। সঠিক সময়ে দমকল কর্মীরা এসে আগুন আয়ত্তে আনায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রেস্টুরেন্ট সহ পাশের পেট্রোল পাম্পটি। দকমল কর্মীদের অভিযোগ, কিচেনের চিমনিটি সময়ে পরিষ্কার করা হয় না। তাই কিচেনের চিমনির বর্জ্য তেলের ফোঁটা কিচেনের জ্বলন্ত ওভেনের মধ্যে পড়ে আগুন ধরে যায়। দমকল কর্মীরা আরও বলেন, ‘পান্থশালার ফায়ার লাইসেন্স সহ সমস্ত নথি খতিয়ে দেখা হবে। তাই পান্থশালা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সমস্ত নথি নিয়ে ফায়ার সার্ভিস স্টেশনে দেখা করতে বলা হয়েছে’।