শুক্রবার সকালে হাওড়া থেকে দিল্লিগামী পূর্বা এক্সপ্রেসের এসি বগির নীচে চাকায় আগুনের ফুলকি থেকে বগির কাঠামোয় সামান্য আগুন লাগে। এরপর চালক ট্রেনটিকে দুর্গাপুর স্টেশনে দাঁড় করালে রেলের ইঞ্জিনিয়াররা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে চাকার মেরামতি করে ১০ মিনিট পর ট্রেনটিকে রওনা করিয়ে দেয়।
দুর্গাপুর রেল স্টেশনের ম্যানেজার এন কে দাস বলেন, ‘ট্রেনের চাকার ঘর্ষণের ফলে বগির তলায় আগুনের ফুলকি দেখে চালক ট্রেনটিকে দুর্গাপুর রেল স্টেশনে দাঁড় করালে রেলের কর্মীরা সেই জায়গাটিকে দশ মিনিট ধরে মেরামত করে ট্রেনটিকে ছেড়ে দেয়।’
দুর্গাপুর থেকে ছাড়ার পর আসানসোলে ট্রেনটিকে ২০ মিনিট দাঁড় করিয়ে ফের মেরামত করে ট্রেনটিকে দিল্লির উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয়। জানা গেছে, ব্রেক জ্যাম হয়ে যাওয়ায় ট্র্যাকের সঙ্গে চাকার ঘর্ষণে আগুনের ফুলকি বের হচ্ছিল।
Like Us On Facebook