দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডের বন্ধ ১ ও ২নং ইউনিটের সামনে বন্ধ কুলিং টাওয়ারে বৃহস্পতিবার হঠাৎ করে আগুন ধরে গেলে শ্রমিক মহলে চাঞ্চল্য ছড়ায়। ডিপিএলের ৩টি ও রাজ্য ফায়ার সার্ভিসের ১টি দমকলের ইঞ্জিন প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে।

দমকল কর্মীদের অনুমান প্রখর গরমে বন্ধ কুলিং টাওয়ারের আশপাশে পড়ে থাকা শুকনো পাতা ও আগাছায় কোন কারণ বশতঃ আগুন লেগে সেই আগুন ছড়িয়ে পড়ায় বিপত্তি ঘটে। কুলিং টাওয়ারের সামনেই ডিপিএল পাওয়ার প্ল্যান্ট। আগুন আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে ও দমকল বাহিনী সময় মতো আগুনকে নিয়ন্ত্রণ করতে না পারলে বৃহস্পতিবার ডিপিএল কারখানায় বড়সড় ক্ষয়ক্ষতি ঘটতে পারত।

ডিপিএলের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র বলেন, ডিপিএলের বন্ধ কুলিং টাওয়ারে শুকনো পাতা ও আগাছায় হটাৎই আগুন ধরে যায়। ডিপিএলের ৩টি ও রাজ্য দমকল বাহিনীর ১ টি দমকলের ইঞ্জিন আগুন আয়ত্তে আনে।কোন ক্ষয়ক্ষতি হয়নি। বন্ধ কুলিং টাওয়ারে জাঙ্গল ফায়ার নেভাতে ডিপিএলের স্থায়ী ও অস্থায়ী কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে এগিয়ে আসেন তাতে ডিপিএলের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র ডিপিএলের সমস্ত কর্মীদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য, দীর্ঘদিন আগেই ডিপিএলের ১, ২, ৩ ও ৪ নম্বর ইউনিটগুলি বন্ধ হয়ে গেছে। বন্ধ ইউনিট গুলির সমস্ত যন্ত্রাংশ ডিপিএল আগেই বিক্রি করে দেয়। বন্ধ কুলিং টাওয়ারটি অবশিষ্ট রয়েছে। বর্তমানে কুলিং টাওয়ারটি আগাছা ও শুকনো পাতায় ভরে গিয়েছিল। সেখানেই বৃহস্পতিবার হটাৎ আগুন ধরে যায়।


Like Us On Facebook