বসের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বসের রোষানলে পড়ে দুর্গাপুরের বেনাচিতির একটি বেসরকারি বিমা কোম্পানির শাখা অফিস থেকে বরখাস্ত করার অভিযোগ জানালেন স্টিল টাউনশিপের এক মহিলা। অভিযোগ, কেবলমাত্র অধস্তন কর্মচারীর রুজি রোজগার ছিনিয়ে নিয়েই ক্ষান্ত হননি ওই বস। উচিৎ শিক্ষা দিতে ওই মহিলার বাড়িতে অফিসের অন‍্যান‍্য অধস্তন মহিলা কর্মচারীদের দিয়ে হামলা সহ মানসিক নির্যাতন ও প্রাণে মারার হুমকির অভিযোগ দায়ের হল দুর্গাপুরের বি-জোন ফাঁড়িতে।

ঘটনার কথা জানাজানি হতেই‌ শিল্পাঞ্চল জুড়ে চাঞ্চল্য ছড়াল শুক্রবার। জানা গেছে, অভিযোগকারী মহিলা মাত্র ছয় মাস আগে ওই বেসরকারি ইন্সুরেন্স কোম্পানিতে যোগ দেন। ইন্সুরেন্স কোম্পানির ওই পদে চাকরির শর্ত ছিল উচ্চমাধ্যমিক পাশ। কিন্তু ওই মহিলা মাধ‍্যমিক পাশ হওয়া সত্বেও ওই কোম্পানির ম‍্যানেজার সন্দীপন চৌধুরী ওই মহিলাকে ইন্টারভিউ পাশ করিয়ে কাজে যোগদান করান বলে জানান অভিযোগকারী মহিলা। কাজে যোগ দানের পর থেকেই বিভিন্ন অছিলায় ওই মহিলার শিক্ষাগত যোগ‍্যতা নিয়ে দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ। অভিযোগকারী মহিলার আরও অভিযোগ, ওই অফিসে অন‍্যান‍্য মাধ‍্যমিক পাশ মহিলারা ওই বসের‌‌ আবেদনে সাড়া দেয় বলে তাদের চাকরি সুনিশ্চিত রয়েছে। শুক্রবার ওই মহিলার অভিযোগের পরিপ্রেক্ষিতে বি-জোন ফাঁড়ির পুলিশ আধিকারিকরা মূল অভিযুক্ত সন্দীপন চৌধুরী সহ অভিযুক্ত অন্যান্য মহিলাদের ডেকে পাঠালেন।

Like Us On Facebook