স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় নিজের নাবালক পুত্র সন্তানকে শ্বাসরোধ করে ‘খুন’ করে নিজে গলায় ফাঁস লাগিয়ে বাবা আত্মঘাতী হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খন্ডঘোষের নবগ্ৰাম কলোনী এলাকায়। মৃতের নাম অতীশ মজুমদার (৩৩) ও তাঁর পুত্রের নাম অমর মজুমদার (৮)। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠায় খন্ডঘোষ থানার পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে বনিবনা না হওয়ায় বাপের বাড়ি খণ্ডঘোষের কুমিরকোলাতে থাকেন অতীশ মজুমদারের স্ত্রী। অতীশ মজুমদার তাঁর ১২ বছর বয়সী এক কন্যা ও ৮ বছর বয়সী পুত্রকে নিয়ে নবগ্রাম কলোনীতে থাকতেন। একাধিকবার স্ত্রীকে বাড়িতে আনার চেষ্টা করলেও স্ত্রী ফেরেননি। বুধবার ফের অতীশবাবুর পরিবারের কয়েকজন কুমিরকোলাতে যান অতীশবাবুর স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য। কিন্তু অভিযোগ, স্বামীর মানসিক সমস্যা আছে এই অপবাদ দিয়ে তাঁদের সকলকে ফিরিয়ে দেন অতীশ মজুমদারের স্ত্রী। এমনকি অতীশবাবুকে মানসিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করার কথাও বলেন মেয়ের পরিবারের লোকজন। অভিযোগ, এরপরই ৮ বছরের নাবালক পুত্রকে শ্বাসরোধ করে খুন করে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন অতীশ মজুমদার। সেই সময়ে কন্যা স্নান করতে গিয়েছিল বলে জানা গেছে। দু’জনকে উদ্ধার করে খন্ডঘোষ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা ঋজু করে ঘটনার তদন্ত শুরু করেছে খণ্ডঘোষ থানার পুলিশ।