আমনধানের বীজতলা তৈরির সময় জমিতে কোদালের কোপ দিতেই বিস্ফোরণে উড়ে গেল কৃষকের ডান হাতের কব্জি। ঘটনাটি ঘটেছে আউসগ্রামের উক্তা এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই কৃষককে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। ঘটনাস্থলে আসে আউসগ্রাম থানার পুলিশ। জখম ব্যক্তির নাম রঞ্জন মেটে(৫৫), আউসগ্রামের উক্তা মেটে পাড়ার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আমনধানের বীজতলা তৈরি করার জন্য কোদাল নিয়ে বিকেলে মাঠে যান রঞ্জন মেটে। এরপর সাবমার্সিবল থেকে ড্রেন করে মাঠে জল আনার জন্য কোদাল চালাতেই বিকট শব্দে ফেটে যায় বোমা। বোমার আঘাতে উড়ে যায় ডান হাতের কব্জি। বিকট আওয়াজে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় চাষ জমিতে লুটিয়ে পড়া রঞ্জনবাবুকে উদ্ধার করে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এর আগে কল্যাণপুর এলাকায় আলুর জমিতে চাষ করতে গিয়ে বোমা ফেটে জখম হয়েছিল এক যুবক। তারপর আবার আউসগ্রামেই চাষের জমিতে চাষ করতে গিয়ে বোমা ফেটে হাত উড়ে যাওয়ার ঘটনা ঘটল। ঘটনাস্থল থেকে পুলিশ একটি সকেট বোমা উদ্ধার করেছে। এরপর খবর দেওয়া হয় সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াডকে।

Like Us On Facebook