সহায়ক মূল্যে ধান বিক্রি করতে গিয়ে উল্টে প্রতি কুইন্টালে ১৫ কেজি করে কেটে নেওয়া হচ্ছে, পাশাপাশি সঠিক দাম পাচ্ছেন না তারা এই অভিযোগে কাঁকসার কৃষক বাজারে আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন কাঁকসার মানিকারা অঞ্চলের বেশ কিছু কৃষক।

কৃষকদের অভিযোগ, তাঁরা সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করছেন ধান মিলে, কিন্তু সেখানে যে পরিমান খাদ বাদ দেওয়া হচ্ছে সেই অবশিষ্ট ধান বিক্রি করে তেমন লাভ পাচ্ছেন না তাঁরা। উল্টে ধান ফেরত চাইলে ধান ফেরতও পাচ্ছেন না। অগত্যা কাঁকসার কৃষক বাজারের আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন কৃষকরা। তাঁদের দাবি সঠিক ভাবে ধান বাছাই করে কৃষক বাজারেই ধান কেনা হোক। অপরদিকে আধিকারিকরা জানান, ধানের গুণমানের উপরে নির্ভর করে খাদ বাদ পড়া। তবে কি কারণে সমস্যা হয়েছে সেটা রাইস মিল কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করবেন।



Like Us On Facebook