জেলা সমাজ কল্যাণ দফতর এবং জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ দ্য ডেফ-এর যৌথ উদ্যোগে বর্ধমানে পালিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস। এই উপলক্ষে সোমবার দুপুরে বর্ধমান শহরের রাজবাটি চত্ত্বর থেকে জেলাশাসকের অফিস পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে সংগঠনের প্রতিনিধিরা জেলাশাসকের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যার কথা তুলে ধরেন।

এদিন সংগঠনের পক্ষ থেকে জানান হয়েছে, প্রতিবন্ধীদের ৫ শতাংশ সংরক্ষণের বিষয়টি মান্যতা দেওয়া হচ্ছে না। সরকারি ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। প্রতিবন্ধীদের ব্যাটারি চালিত ইকো রিক্সা চালানোর জন্য আবেদনের পরও অনুমোদন দেওয়া হচ্ছে না। হাসপাতালে প্রতিবন্ধীদের জন্য আলাদা কাউন্টার খোলার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। প্রতিবন্ধীদের স্বনির্ভরতা প্রকল্পে অনুদানের হার বৃদ্ধির দাবি করা হয়েছে। প্রতিবন্ধীদের উপর রাজনৈতিক ও সামাজিক অত্যাচার হচ্ছে -তা বন্ধের এবং দোষীদের শাস্তি দেওয়ার জন্যও এদিন দাবি জানানো হয়েছে।


Like Us On Facebook