.
উখরা স্পোর্টিং ক্লাবের আয়োজনে দিকপাল ফুটবলার শ্যাম থাপা, প্রশান্ত ব্যানার্জি ও মানস ভট্টাচার্যের উপস্থিতিতে রবিবার পান্ডবেশ্বরের ইন্দ্রজিৎ ফুটবল ক্লাব ও দুর্গাপুরের আমরা ক’জন বয়েজ ক্লাবের চুড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল। ক্লাবের মাঠেই খেলাটি অনুষ্ঠিত হয় রবিবার। ইন্দ্রজিৎ ফুটবল ক্লাব দুর্গাপুরের আমরা ক’জন ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে। ইন্দ্রজিৎ ফুটবল ক্লাবের হয়ে গোলটি করেন বুধন মূর্মূ। ম্যান অফ দি ম্যাচ হন আমরা ক’জন ক্লাবের বাবু লাল হাঁসদা। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইন্দ্রজিৎ ক্লাবের হৃতিক হাঁসদা। উখড়ার মাঠে খেলা দেখতে প্রচুর মানুষের সমাগম হয় এদিন।
Like Us On Facebook