দুর্গাপুরের পার্কিং জোনের ঠিকাদার বিষ্ণু থাপা খুনে বিষ্ণু থাপার পরিবারের অভিযোগের ভিত্তিতে বিজয় শ্রীবাস্তব নামে এক ব্যক্তি গ্রেফতার হলেও খুনের মূল অভিযুক্ত কুখ্যাত অপরাধী দীপক সাউ এখনও অধরা। তিন দিন কেটে গেলেও পুলিশ মূল অভিযুক্ত দীপক সাউকে এখনও ধরতে পারেনি। এবার মৃত বিষ্ণু থাপার পরিবার খুনের মূল অভিযুক্ত দীপক সাউকে গ্রেফতারের দাবি নিয়ে দুর্গাপুর মহকুমাশাসক শঙ্খ সাঁতরার কাছে দরবার করলেন। দীপক সাউকে পুলিশ গ্রেফতার না করলে কোকওভেন থানার সামনে স্বপরিবারে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার হুমকি দিল মৃত বিষ্ণুর পরিবার।

শুক্রবার বিষ্ণুর পরিবারের সঙ্গে ভানুভক্ত নেপালি সমিতির সদস্যরাও দুর্গাপুর মহকুমাশাসককে বিষ্ণু খুনে সুবিচার চেয়ে দরবার করেন। গত সোমবার দুর্গাপুর নগর নিগমের পিসিবিএল সংলগ্ন পার্কিং জোনের ঠিকাদার বিষ্ণু থাপা তোলা না দেওয়ায় প্রকাশ্য দিবালোক স্থানীয় কুখ্যাত তোলাবাজ দীপক সাউয়ের হাতে খুন হয়। দীপক গুলি করে বিষ্ণুকে খুন করে। অপর এক ব্যক্তি আহত হয়।

খুনের মূল চক্রী শাসক দলের প্রাক্তন স্থানীয় নেতা বিজয় শ্রীবাস্তব সহ খুনে মূল অভিযুক্ত দীপক সাউকে গ্রেফতারের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করে বিষ্ণুর পরিবার। এরপর তাঁরা কোকওভেন থানায় সেদিন রাতেই মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখান। দুর্গাপুরের ডিসিপি (পূর্ব) অভিষেক মোদী অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দেন। তারপর সেদিন রাতেই ঝাড়খন্ডের দুমকা থেকে বিজয় শ্রীবাস্তব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু খুনের মূল অভিযুক্ত দীপক সাউ এখনও অধরা। তাই মৃত বিষ্ণুর পরিবার অপরাধী দীপক সাউকে পুলিশ ধরতে না পারার অভিযোগ এনে শুক্রবার দুর্গাপুরের মহকুমাশাসকের সঙ্গে দেখা করে দীপককে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান বিষ্ণুর পরিবার। বিষ্ণুর পরিবারের সদস্যরা বলেন, অবিলম্বে দীপক সাউকে গ্রেফতার না করা হলে কোকওভেন থানার সামনে বিষ্ণুর গোটা পরিবার গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করবে। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বিষ্ণুর পরিবারের সদস্যদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন এদিন।

Like Us On Facebook