বড়সড় সাফল্য পেল দুর্গাপুরের কাঁকসা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার কাঁকসা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বাঁশকোপা এলাকা থেকে ১২ জন নকল সোনার কারবারিকে হাতেনাতে ধরে। একটি পুলিশের স্টিকার লাগানো গাড়ি সহ দুটি গাড়ি এবং নকল সোনার বাট উদ্ধার করেছে পুলিশ। সোমবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা সকলেই উত্তর চব্বিশপরগনার বাসিন্দা। ধৃতরা সোনার জল দেওয়া পিতলের পাত সোনার পাত বলে সোনা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে টাকা হাতিয়ে নিত। আরও জানা গেছে, চক্রটি দুটি দলে ভাগ হয়ে কাজ করত। একটি দল ক্রেতাদের আসল সোনা দেখিয়ে আসল সোনার সঙ্গে নকল সোনার পাত মিশিয়ে ক্রেতাকে দিয়ে টাকা নিয়ে নিত। এরপর চক্রের অন্য দলটি পুলিশ স্টিকার লাগানো গাড়ি নিয়ে এসে পুলিশ পরিচয় দিয়ে সমস্ত সোনা এবং টাকা বাজেয়াপ্ত করে নিয়ে যেত। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার কাঁকসার বাঁশকোপা এলাকার একটি ধাবা থেকে নকল সোনার কারবারিদের হাতেনাতে ধরে ফেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে ৪৭ টি পিতলের উপর সোনার জল দেওয়া পাত ও দেড় কেজি ওজনের নকল সোনার বাট উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও ধৃতদের কাছ থেকে পুলিশ নকল আই-কার্ডও উদ্ধার করেছে বলে জানা গেছে।
আরও জানা গেছে, এরা স্বর্ণ ব্যবসায়ীদের পাচার করা সোনা কম দামে বিক্রি করার প্রলোভন দেখিয়ে নকল সোনা বিক্রি করত। অপর দিকে পুলিশ সেজে হানা দিত। এদের সঙ্গে ধানবাদ ও দুর্গাপুরের দুই স্বর্ণ ব্যবসায়ীর যোগ রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশ এই দু’জনকে ধরতে জোর তৎপরতা শুরু করেছে বলে জানা গেছে।