সোশ্যাল মিডিয়ায় আধার কার্ড তৈরি ও সংশোধন করার ভুয়ো খবরের ভিত্তিতে বৃহস্পতিবার কাঁকসার ব্লক উন্নয়ন অধিকারিক কার্যালয়ে বহু মানুষের সমাগমে বিডিও অফিসের কর্মীরা বেশ বিড়ম্বনায় পড়েন। প্রায় হাজার চারেক মানুষ জড়ো হয়ে যান আধার কার্ড তৈরি ও সংশোধন করানোর জন্য। শেষমেশ বিডিও কার্যালয়ের কর্মীরা মাইকিং করে উপস্থিত সকলকে জানান যে, এই ধরনের কোন বিজ্ঞপ্তি বিডিও অফিস থেকে দেওয়া হয় নি। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা সম্পূর্ণ ভূয়ো এবং এর দায় কোন ভাবেই বিডিও অফিসের নয়।
ভুয়ো বিজ্ঞপ্তির জেরে এদিন কাঁকসা বিডিও কার্যালয়ে প্রচুর জন সমাগম হলেও শেষমেশ মাইকিংয়ে কাজ হয়। মানুষ ভুল বুঝতে পেরে যে যার বাড়ি চলে যান। কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য বলেন, ‘এই ধরনের অপপ্রচার অপরাধ হিসেবে গণ্য করা হবে।’ গোটা বিষয়টির তদন্তের নির্দেশ দেন বিডিও। শেষমেশ বিডিও সুদীপ্ত ভট্টাচার্যের নির্দেশে কাঁকসা ব্লকের বিভিন্ন এলাকায় মাইকিং করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিজ্ঞপ্তিটি যে ভুয়ো তা জানানো হয় মানুষজনকে। উল্লেখ্য, কয়েকদিন আগে অন্ডালে একই ধরণের বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে মানুষজন ভীড় করেছিলেন অন্ডাল বিডিও কার্যালয়ে। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে এই ধরণের ভুয়ো বিজ্ঞপ্তি ছড়িয়ে যারা মানুষকে বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন ভুক্তভোগী মানুষজন।