শুক্রবার রাতে দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ডিভিসি মোড় এলাকায় অভিযান চালিয়ে জাল নোট সহ দু’জনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে দু’লাখ টাকা মূল্যের জাল দু’হাজার টাকার নোট পাওয়া গেছে। ধৃত রীতেন বসাক বার্নপুরের রামবাঁধ এলাকার এবং শুভাশীষ আচার্য হিরাপুরের শান্তি নগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আজ তাঁদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিস হেপাজতের নির্দেশ দেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
৫০০ ও ২০০০ টাকার আসল নোট চেনার সহজ উপায়…
২০০০ টাকার নোটের বৈশিষ্টগুলি হল…
1. আলোর দিকে ধরলে এই অংশে ‘2000’ লেখা জলছাপ দেখা যাবে
2. নোটটি চোখের ৪৫ ডিগ্রি কোণে ধরলে ‘2000’ লেখা দেখা যাবে
3. দেবনাগরি হরফে লেখা টাকার অঙ্ক 2000
4. মহাত্মা গান্ধীর ছবি
5. মাইক্রো লেটারে লেখা RBI এবং 2000
6. সিকিওরিটি থ্রেড তাতে লেখা থাকবে RBI, BHARAT ও 2000। নোটটি একটু হেলিয়ে ধরলে সিকিউরিটি থ্রেডটির রং সবুজ থেকে নীলে বদলে যাবে
7. গ্যারান্টি ক্লজ, RBI গভর্নরের সই, রিজার্ভ ব্যাংকের চিহ্ন
8. মহাত্মা গান্ধীর জলছবি এবং ইলোকট্রোটাইপ (2000) জলছবি
9. নম্বর প্যানেল – থাকবে উপরের বাঁ কোণে এবং নীচের ডান কোণে। ছোট থেকে বড় হচ্ছে নম্বর
10. 2000 টাকা লেখা এবং টাকার চিহ্ন। নোটটিকে হেলিয়ে ধরলে লেখাটির রং সবুজ থেকে বদলে নীল হবে
11. অশোক স্তম্ভ
12. 2000 টাকা ইষৎ উঁচু করে লেখা
13. নোটের বাঁ দিক ও ডান দিকে ইষৎ উঁচু হয়ে থাকা ৭টি আড়াআড়ি ব্লিড লাইন
14. টাকা ছাপার বছর
15. স্বচ্ছ ভারত লোগো ও স্লোগান
16. বিভিন্ন ভাষায় লেখা ‘দুই হাজার টাকা’
17. মঙ্গলযানের ছবি
৫০০ টাকার নোটের বৈশিষ্টগুলি হল…
1. আলোর দিকে ধরলে এই অংশে ‘500’ লেখা জলছাপ দেখা যাবে
2. নোটটি চোখের ৪৫ ডিগ্রি কোণে ধরলে ‘500’ লেখা দেখা যাবে
3. দেবনাগরি হরফে লেখা টাকার অঙ্ক 500
4. মহাত্মা গান্ধীর ছবি
5. সিকিউরিটি থ্রেড। নোটটা একটু হেলালে থ্রেডটির রং সবুজ থেকে নীলে পরিবর্তিত হয়ে যাবে
6. গ্যারান্টি ক্লজ, RBI গভর্নরের সই, রিজার্ভ ব্যাংকের চিহ্ন
7. মহাত্মা গান্ধীর জলছবি এবং ইলোকট্রোটাইপ (500) জলছবি
8. উপরের বাঁ কোণে এবং নীচের ডান কোণে টাকার নম্বর। ছোট থেকে বড় হচ্ছে নম্বর
9. টাকার চিহ্নসহ 500 লেখা। নোটটি একটু হেলিয়ে ধরলে লেখাটির রং সবুজ থেকে নীলে বদলে যাবে
10. অশোক স্তম্ভ
11. বৃত্তের ভিতরে উঁচু করে লেখা 500
12. নোটের বাঁ দিক ও ডান দিকে আড়াআড়িভাবে ৫টি উঁচু হয়ে থাকা ব্লিড লাইন
13. টাকা ছাপার বছর
14. স্বচ্ছ ভারত লোগো ও স্লোগান
15. বিভিন্ন ভাষায় লেখা ‘পাঁচশ টাকা’
16. ভারতের পতাকাসহ লাল কেল্লার ছবি
17. দেবনাগরি হরফে লেখা 500