‘আমরা ফেল রেজাল্ট নেব না, আমাদের পাশ রেজাল্ট চাই’ – দাবি পড়ুয়াদের। দুর্গাপুরের একটি স্কুলের ঘটনা। রাজ্যের বেশ কয়েকটি স্কুলে একই ঘটনা ঘটেছে। এবার দুর্গাপুরেও ঘটল। উচ্চ মাধ্যমিকে পাশ করাতে হবে এই দাবিতে স্কুলের প্রধান শিক্ষক ও বাকি শিক্ষকদের ঘিরে ধরে তুমুল বিক্ষোভ ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের। দুর্গাপুরের এভিবি হাইস্কুলের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল স্কুল চত্বরে। ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও ছাত্র ছাত্রীরা।
ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অভিযোগ, যারা স্কুলের শিক্ষকদের কাছে পড়ে তারাই পাশ করেছে। বাকিরা পাশ করতে পারেনি। এই নিয়ে স্কুলের সামনে তুমুল বিক্ষোভ হয় শনিবার সকালে। জানা গেছে, এই স্কুলের ৮৭ জন পরীক্ষার্থী ছিল। ফলাফল প্রকাশের পরে দেখা যায় অকৃতকার্য হয়েছে ৩২ জন পড়ুয়া। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, এত জন পরীক্ষার্থী ফেল করার ঘটনা আগে কখনও ঘটেনি। এই ফলাফল পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে বলেও জানান তিনি।
একই ঘটনা ঘটেছে দুর্গাপুরের আর একটি স্কুলে। দুর্গাপুরের নডিহা উচ্চ বিদ্যালয়ে প্রায় ১৭ জন ছাত্র-ছাত্রী উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হওয়ায় বাঁকুড়া মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায়৷ রাস্তায় বসে পড়ে ছাত্র-ছাত্রীরা৷ কোক ওভেন থানার পুলিশ এসে বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদের বুঝিয়ে তুলে দেয়। মহিলা পুলিশ দিয়ে ছাত্রীদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে।