বন্ধ বেসরকারি কারখানায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য ঠেকাতে কারখানার নিরাপত্তা রক্ষীর ছোঁড়া গুলি লাগল অপর নিরাপত্তা রক্ষীর হাতে। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার দিগল অ্যাভিনিউর ঘটনা। জখম নিরাপত্তারক্ষীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় নিউ টাউনশিপ থানা এলাকায় বন্ধ হয়ে যাওয়া কর্পোরেট ইস্পাত অ্যালয় লিমিটেড নামে একটি ফেরো অ্যালয় কারখানায় ডাকাতির উদ্দেশ্যে ঢোকে কয়েকজন দুষ্কৃতী। ব্যাপারটি নিরাপত্তারক্ষীদের নজরে পড়লে, রাজীব ঘোষ নামে এক নিরাপত্তারক্ষী একটি একনলা বন্দুক থেকে গুলি ছোড়ে দুষ্কৃতীদের তাড়াতে। সেই গুলি গিয়ে লাগে অন্য নিরাপত্তারক্ষী সঞ্জীব সিংয়ের হাতে। ছিন্নভিন্ন হয়ে যায় সঞ্জীব সিংয়ের হাত। তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তাঁর হাতে অস্ত্রোপচার হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী অপর এক নিরাপত্তারক্ষীর অভিযোগ, রাজীব তাড়াহুড়ো করে অপটু হাতে বন্দুক চালালে ঘটে এই দুর্ঘটনা। যদিও কারখানা কর্তৃপক্ষ গুলি চালানোর কথা অস্বীকার করেছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, কারখানার যন্ত্রাংশ চুরির উদ্দেশ্যে কয়েকজন কারখানায় ঢুকেছিল নিরাপত্তারক্ষীরা তাদের তাড়াতে গেলে সঞ্জীব পড়ে গিয়ে আহত হয়।

Like Us On Facebook