দামোদর ব‍্যারেজের লকগেট বিপর্যয়ের স্থায়ী সমাধানের জন্য বুধবার সকালে সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র অধ্যাপক, ব‍্যারেজ বিশেষজ্ঞ, ডিভিসি ও সেচ দফতরের ইঞ্জিনিয়ার ও আধিকারিক এবং সেচ দফতরের সচিব গৌতম চট্টোপাধ্যায় এদিন দামোদর ব‍্যারেজের ক্ষতিগ্রস্ত লকগেট ও ফ্লোটিং গেট পরিদর্শন করেন।

রাজীববাবু দামোদর ব‍্যারেজের ক্ষতিগ্রস্ত ১ নম্বর লকগেট ও ফ্লোটিং গেট বিশেষজ্ঞদের দেখান এবং জলাধারের সুরক্ষায় ও ভবিষ্যতে লকগেট বিপর্যয় এড়াতে স্থায়ী সমাধানের দিশা দেখতে চান। বিশেষজ্ঞ টিম ক্ষতিগ্রস্ত ১ নম্বর লকগেটের স্থানে একটি নতুন গেট বানানোর পাশাপাশি ফ্লোটিং গেটের স্থানে একটি অতিরিক্ত গেট বসানোর পরামর্শ দেন।

জানা গেছে, আগামী কয়েক মাসের মধ্যেই দামোদর ব‍্যারেজের জলাধারের জল কমলে ফ্লোটিং গেট বদলে ওই স্থানে অতিরিক্ত গেট বসাবে রাজ‍্য সেচ দফতরের ইঞ্জিনিয়াররা। কেবল মাত্র ১ নম্বর লকগেটেই নয় আগাম সতর্কতা হিসেবে দুর্গাপুরের দামোদর ব্যারেজের প্রতিটি লকগেটেই একটি করে স্পেয়ার গেট বসানোর পরিকল্পনা নিয়েছে রাজ‍্য সেচ দফতর বলে জানা গেছে।

বুধবার প্রথমে দামোদরের ব‍্যারেজ পরিদর্শন করে সেচমন্ত্রী দুর্গাপুরে সেচ দফতরের বাংলোতে বিশেষজ্ঞ ও আধিকারিকদের নিয়ে এক বৈঠকে বসেন। এখানেই দামোদর ব‍্যারেজ সুরক্ষা সুনিশ্চিত করতে বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সারেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

Like Us On Facebook