শিল্পঞ্চলের বন্ধ কারখানায় লোহা চোরদের দাপট বেড়েই চলেছে। রাতের অন্ধকারের পর এবার প্রকাশ্যে দিবালোকে দুর্গাপুরের বিভিন্ন বন্ধ কলকারখানায় দুষ্কৃতীরা ঢুকে লোহা-পিতল-তামার যন্ত্রপাতি চুরি করে নিয়ে যাচ্ছে। স্থানীয় মানুষ ও পুলিশের নজর এড়াতে কখনও কখনও ছোট ছোট ছেলেদেরও টাকার বিনিময়ে বন্ধ কারখানার যন্ত্রপাতি সরানোর কাজ করছে দুষ্কৃতীরা বলে অভিযোগ উঠছে। চুরির খবর প্রকাশ্যে এলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষ।
মঙ্গলবার এইরকমই এক বন্ধ কারখানার লোহা চুরি রুখে দিল দুর্গাপুরের ৩৮ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী ও স্থানীয় মানুষ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের অঙ্গদপুর শিল্পতালুকে। দুর্গাপুরের প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী যখন অঙ্গদপুরের রাস্তা দিয়ে সহকর্মীদের নিয়ে এক দলীয় বৈঠকে যোগদান করতে যাচ্ছিলেন, তিনি দেখেন বন্ধ ভাস্কর শ্রাচী অ্যালয় কারখানার সামনে পিক আপ ভ্যান দাঁড় করিয়ে একদল দুষ্কৃতী ওই বন্ধ কারখানা থেকে যন্ত্রপাতি চুরি করে গাড়িতে তুলছে। অরবিন্দ নন্দী ও তাঁর সহকর্মীরা দুষ্কৃতীদের চ্যালেঞ্জ করলে দুষ্কৃতীরা দৌড়ে কারখানার ভিতরে ঢুকে অরবিন্দবাবুদের পাথর ছুড়তে থাকে বলে অভিযোগ। খবর পেয়ে স্থানীয় গ্রামের মানুষও পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। এরপর বাকি দুষ্কৃতীরা বাইক ফেলে পালাতে সক্ষম হলেও দুই দুষ্কৃতীকে গ্রামবাসীরা ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনার অরবিন্দবাবু আহত হন। তার কাঁধে চোখের নীচে পাথর লেগে রক্তপাত হয়। অনেকেই কমবেশি আহত হন। এরপর এলাকার বন্ধ কারখানাগুলিতে পুলিশি নিরাপত্তা বাড়ানোর দাবিতে সোচ্চার হন স্থানীয় মানুষ।