রুগ্ন দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কারখানাকে ঘুরে দাঁড় করাতে ডিপিএলের পরিত্যাক্ত জমিই যে অন্যতম ভরসা সেকথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে দুবার বলেছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিপিএল কর্তৃপক্ষ জমি পরিমাপের কাজ শুরু করেছে। সঙ্গে চলছে জমি পর্যবেক্ষণ।

শুক্রবার তারই পদক্ষেপ হিসেবে ডিপিএল কারখানা কর্তৃপক্ষ ডিপিএল কারখানা লাগোয়া জমি উদ্ধার করতে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করল। যদিও অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে ডিপিএল কারখানা কর্তৃপক্ষকে কিছুটা বাধার সন্মুখীন হতে হয়। কিন্তু শেষমেশ সমস্ত বাধা অতিক্রম করে ডিপিএল কারখানা কর্তৃপক্ষ সংস্থার জমি নিজেদের দখলে নেয়। ডিপিএল কারখানার জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র ডিপিএল কারখানার জমি উদ্ধার করতে অবৈধ নির্মাণ ভাঙার কথা স্বীকার করে বলেন, ‘ডিপিএলের জমি দখল করে অবৈধ নির্মাণ করে কেউ কেউ লাভজনক ব্যবসা শুরু করেছেন। সেই সব অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। ডিপিএলের জমি উদ্ধার করতে নিয়মিত ভাবে ডিপিএল কর্তৃপক্ষ এবার থেকে অভিযান চালাবে।’

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook