একদিকে পোকা ধরা চাল ও নিন্মমানের খিচুরি রান্নার অভিযোগ অন্যদিকে আইসিডিএস সেন্টারে পাঠানো চালের বস্তায় নির্ধারিত পরিমাণের থেকে কম চাল দেওয়ার অভিযোগ উঠল। আউসগ্রাম ব্লকের বাউরিপাড়ায় ১৫৪ নম্বর আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার দেওয়া এবং আউশগ্রাম ২ নং ব্লকের পুবার মোল্লাপাড়া ২৩৬ নং আইসিডিএস সেন্টারে বস্তায় চাল কম দেওয়ার আভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো।

স্থানীয় মানুষের অভিযোগ, ১৫৪ নম্বর আইসিডিএস সেন্টারে বেশ কয়েকদিন ধরেই নিন্মমানের খাবার দেওয়া হচ্ছিল। এমনকি খাবারে ইঁদুরের বিষ্ঠা পাওয়া গেছে। পোকা ধরা চাল দিয়ে খিচুরি রান্না করে হচ্ছে। খিচুরিতে পরিমাণ মত ডাল, তেল, হলুদ ও সব্জি দেওয়া হচ্ছে না। তারই প্রতিবাদে একজন অভিভাবক বলতে গেলে তাকে মারধর করা হয়। অভিভাবককে মারধরের অভিযোগে আইসিডিএস কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অভিযোগ অস্বীকার করে আইসিডিএস কর্মীদের দাবি গ্রামবাসীরা মিথ্যা বদনাম দিয়ে স্কুলে ঢুকে রাধুনিকে মারধর করেছে। আউসগ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, আউশগ্রাম ২ নং ব্লকের পুবার মোল্লাপাড়া ২৩৬ নং আইসিডিএস সেন্টারে ব্লক থেকে পাঠানো ৫০ কেজির বস্তায় কোনটাতে ৪৫ কেজি তো কোনটাতে ৪৮ কেজি চাল দেওয়ার অভিযোগে গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, আইসিডিএস সেন্টারে ব্লক থেকে যে চাল দেওয়া হয় তার প্রতি বস্তায় চালের পরিমাণ কম থাকে। ফলে সেন্টারের শিশুরা পর্যাপ্ত পরিমাণে খাবার পায়না। এমনকি যে চাল দেওয়া হচ্ছে সেটাও নিন্মমানের। এরই প্রতিবাদে এদিন গাড়ি আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনার কথা জানিয়ে বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস বিডিওর।

Like Us On Facebook