পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষজন। বর্ধমানের হটুদেওয়ান এলাকার ঘটনা। অভিযোগ, বিদ্যুৎ দফতর এলাকার সজলধারা প্রকল্পের পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় জল না পেয়ে বিক্ষোভে সামিল হন বর্ধমানের হটুদেওয়ান এলাকার বাসিন্দারা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়।

এলাকাবাসীদের অভিযোগ, সজলধারা প্রকল্পে প্রায় ৬০০ পরিবার আছে সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের মিদ্দেডাঙ্গা, বিদ্যাসাগর পল্লী ও ছোট বুনিয়াদী এলাকায়। প্রতি বাড়ি পিছু সজলধারা প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ বিল বাবদ ৫০ টাকা করে নেওয়া হয়। সেই টাকা সংগ্রহের দায়িত্বে থাকে একটি কমিটি।অভিযোগ, সেই কমিটিই দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল না দেওয়ায় বর্তমানে বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ দাড়িয়েছে প্রায় লক্ষাধিক টাকা। তা না দেওয়ায় বিদ্যুৎ দফতর সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তাতেই জলকষ্টে ভুগছেন এলাকার মানুষজন। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্যার দাবি, সজলধারা প্রকল্পের অধিকাংশ গ্রাহকই নির্দিষ্ট ৫০ টাকা না দেওয়ায় এই অসুবিধার সৃষ্টি হয়েছে।

Like Us On Facebook