১৮ বছর ধরে কাজ করার পর ঠিকা নিরাপত্তা রক্ষীদের বিনা নোটিশে ইসিএল কর্তৃপক্ষ ১ জুলাই থেকে ছাঁটাই করে দেয় বলে অভিযোগ। পাঁচ মাস বেতন না পেয়ে একদিকে যেমন সংসার চালানো দায় হয়েছে ঠিকা শ্রমিকদের তেমনই স্কুলে ছেলে-মেয়েদের পঠনপাঠনও শিকেয় উঠেছে। গত পাঁচ মাসে চরম দুর্ভোগে পড়েছেন দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলের ইসিএলের ঠিকা নিরাপত্তা রক্ষীরা। ইসিএল কর্তৃপক্ষ ঠিকা শ্রমিকদের বিষয়ে কোন সদর্থক ভূমিকা না নেওয়ায় মঙ্গলবার সকালে ইসিএলের পরিবহন প্রক্রিয়া সম্পূর্ণ ভাবে বন্ধ করে দিয়ে কর্মচ‍্যুত ঠিকা নিরাপত্তা রক্ষীরা কাজ ফিরিয়ে দেবার দাবিতে বিক্ষোভে সামিল হয়।

বিক্ষোভরত এক কর্মচ‍্যুত ঠিকা কর্মী কমলেশ মিস্ত্রী বলেন ১৮ বছর ধরে আমরা ইসিএলে ঠিকা শ্রমিক হিসেবে কর্মরত। বিনা নোটিশে ১ জুলাই আমাদের ইসিএল বসিয়ে দিল কাজ থেকে। আমাদের পরিবারগুলো চরম দুর্ভোগে। ছেলেমেয়েদের পড়াশোনাও বন্ধ। আমরা আমাদের কাজ ফিরিয়ে দেবার দাবিতে বিক্ষোভে সামিল হয়েছি। যতক্ষণ পর্যন্ত কোম্পানি আমাদের কাজ না ফিরিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত আমরা ইসিএলের পরিবহণ বন্ধ করে রাখব। ইসিএল আমাদের দাবি না মানলে বা জোর করলে আমরা আমরণ অনশনে যাব বলে হুঁশিয়ারি দেন কর্মচ‍্যুত ঠিকা নিরাপত্তা রক্ষীরা।

Like Us On Facebook