.
দুর্গাপুরের স্টিল টাউনশিপ এ-জোন পাওয়ার হাউস এলাকায় ইভটিজিং-এর প্রতিবাদ করায় প্রতিবাদির বাড়িতে ভাঙচুর চালালো অভিযুক্তরা। এই ঘটনায় শুক্রবার দুর্গাপুর জুড়ে চাঞ্চল্য ছড়াল। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দুই কিশোরী টিউশন পড়ে বাড়ি ফিরছিল সেই সময় স্থানীয় কয়েকজন যুবক তাদের উত্যক্ত করে বলে অভিযোগ। এক কিশোরীর দাদা এর প্রতিবাদ করে পুলিশের দ্বারস্থ হন। পুলিশ অভিযুক্তদের থানায় ডেকে সতর্ক করে ছেড়ে দেবার পর অভিযুক্তরা ফের প্রতিবাদির বাড়িতে ভাঙচুর চালায়। এরপরেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ দেখান। পুলিশ অভিযুক্ত দুই যুবককে আটক করেছে।
Like Us On Facebook