.

দুর্গাপুরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী অঙ্কুর সামন্ত পোস্ত দানার উপর রঙ-তুলি দিয়ে জাতীয় পতাকা এঁকে ৭৩ তম স্বাধীনতা দিবসে দেশের স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে সম্মান জানালেন। অঙ্কুর সামন্ত আদপে বাঁকুড়ার ওন্দার বাসিন্দা। বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। ছোট থেকেই বিভিন্ন জিনিসের উপর আর্টওয়ার্ক তাঁর নেশা। চাল, পেন্সিলের শিস, চক ও মুসুর ডালের পর এবার তাঁর শিল্পকলা ফুটিয়ে তুললেন পোস্ত দানার উপর তেরঙ্গা জাতীয় পতাকা এঁকে। বৃহস্পতিবার দেশের ৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্গাপুরে বসে খালি চোখেই মাত্র ২০ মিনিটের মধ্যেই আস্ত একটা পোস্ত দানার উপর তেরঙ্গা জাতীয় পতাকা এঁকে ফেলেন অঙ্কুর। অঙ্কুরের ইচ্ছা গিনেস বুকে নাম তোলার। অঙ্কুরের আর্ট দেখে মুগ্ধ সকলেই চান ওর মনস্কামনা পূর্ণ হোক।



Like Us On Facebook