দুর্গাপুরের স্টিল টাউনশিপ এ-জোনের আশীষ মার্কেটে গাড়ির ধোঁয়া পরীক্ষা করার কেন্দ্রটি রবিবার রাতে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায়। রবিবার রাতে মার্কেটের নৈশপ্রহরী ফোন করে ধোঁয়া পরীক্ষা কেন্দ্রটির মালিক প্রভাকর নাগকে দোকানে আগুন লাগার কথা জানান। প্রভাকর নাগ দোকানে এসে দেখেন তাঁর দোকান জ্বলছে। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে।

খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানের মালিক প্রভাকর নাগ বলেন, ‘কি ভাবে আগুন লাগল বুঝতে পারছি না। দোকানের কম্পিউটার, জেরক্স মেশিন, ধোঁয়া পরীক্ষার মেশিন সহ যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ছয় লাখ টাকার জিনিসপত্র ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।’ পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে।

Like Us On Facebook