দুর্গাপুরের স্টেশন সংলগ্ন সাংকুইল বস্তির এগারো মাসের শিশু আয়ানকে সঙ্গে নিয়ে গিয়ে কিডনির টিউমারের জন্য কলকাতার পিজি হাসপাতালে অস্ত্রোপচারের ব্যবস্থা করে দিয়ে মানবিক মুখ দেখালেন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর স্টেশন এলাকার সাঁকুইল বস্তির দিন মজুর মহম্মদ আখতার ও মেহজীবী বেগমের এগারো মাসের সন্তান জন্মের পর থেকেই মাত্রাতিরিক্ত কাঁদত, একবার কান্না শুরু হলে সেই কান্না সহজে থামত না। ৩ মে আখতার ও মেহজীবী বেগম আয়ানের অতিরিক্ত কান্নার কারণ জানতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানে আয়ানের বাঁ দিকের কিডনিতে টিউমার ধরা পড়ে। মহকুমা হাসপাতালের চিকিৎসকরা অবিলম্বে আয়ানের কিডনির টিউমারটি অস্ত্রোপচারের পরামর্শ দেন। বর্ধমান ও বাঁকুড়া মেডিকেল কলেজে আয়ানের মত রোগীদের চিকিৎসার ব্যবস্থা নেই শুনে হতাশ হয়ে পড়েন আখতার ও মেহজীবী।
বেসরকারি হাসপাতালে ব্যায়বহুল চিকিৎসার মাধ্যমে ছেলের অস্ত্রোপচার করার আর্থিক সামর্থ নেই পরিবারের। এমনকি নুন আনতে পান্তা ফুরানোর দশা যে পরিবারের সেই পরিবার কলকাতায় গিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর কথাও ভাবতে পারছে না। এই অবস্থায় এগারো মাসের আয়ানের চিকিৎসার চিন্তা প্রায় ছেড়েই দিয়েছিলেন আখতারেরা। কোনভাবে ছোট্ট শিশু আয়ানের বাঁচার করুণ আর্তি গিয়ে পৌঁছায় স্থানীয় বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের কানে। পবিত্র রমজান মাসে ছোট্ট আয়ানের প্রাণরেখায় মসিহা হয়ে আখতার ও মেহজীবী বেগমের পাশে এসে দাঁড়ালেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল।
বিশ্বনাথবাবু নিজে আয়ানকে সোজা কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। নিজেই হাসপাতালের টিকিট করিয়ে দেন লাইনে দাঁড়িয়ে। হাসপাতালের সুপারের সঙ্গে দেখা করে ছোট্ট আয়ানের প্রাণ ভিক্ষা করেন। এর পরেই হাসপাতালের চিকিৎসকরা বিধায়কের আবেদনে সাড়া দিয়ে ছোট্ট আয়ানের জরুরি চিকিৎসার ব্যবস্থা করেন। জানা গেছে, পিজি হাসপাতালের চিকিৎসকরা ১৮ জুন আয়ানের অস্ত্রোপচারের জন্য ভর্তির নির্দেশ দিয়েছেন। দিন দরিদ্র পরিবারের ছোট্ট শিশু আয়ানকে সুস্থ করার যে আন্তরিক প্রয়াস একজন বিধায়ক দেখালেন তা নজির হয়ে থাকবে বলে জানান আখতারদের পড়শি গায়িত্রি ঘালি। একই কথা শোনালেন আখতারের আর এক পড়শি নন্দ বাহাদুর ।
আয়ানের ব্যাপারে সাংকুইল বস্তিতে খোঁজ খবর নিতে গেলে আয়ানের বাবা আখতার ও মা মেহজীবি বেগম বিধায়ক বিশ্বনাথবাবুর প্রতি কৃতজ্ঞতা জানান। বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল বলেন, আমি শুধু আমার নৈতিক কর্তব্যটুকুই পালন করেছি। ১৮ জুন আয়ানের কিডনির টিউমারের অস্ত্রোপচার হবে। আয়ানের পড়শি সহ পরিজনেরা সকলেই এখন প্রার্থনা করছেন সফল অস্ত্রোপচারে আয়ান যেন সুস্থ হয়ে বাড়ি ফেরে।