শুক্রবার সন্ধ্যায় একটি দলছুট হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়ায় কাঁকসার গোপালপুর এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা নাগাদ একটি দাঁতাল হাতি গোপালপুর এলাকায় ঢুকে বেশ কয়েক জায়গায় তাণ্ডব চালায়। গোপালপুরে এক বাসিন্দার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা একটি চারচাকা গাড়ির কাচ ভেঙে সেটিকে উল্টে ফেলার চেষ্টা করে হাতিটি। এলাকায় হাতি ঢোকার ঘটনায় গোটা গোপালপুর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বনদফতর সূত্রে জানা গেছে, হাতিটি বাঁকুড়া থেকে দামোদর নদ পার করে শুক্রবার কাঁকসায় ঢুকে পড়ে। কিন্তু শুক্রবার সকাল থেকে গোটা এলাকা জুড়ে তল্লাশি চালিয়েও হাতিটির কোন খোঁজ মেলেনি। সন্ধ্যা হতেই দলছুট হাতিটি লোকালয়ে প্রবেশ করে তাণ্ডব চালায়। বনদফতর হাতিটির উপর নজরদারি চালাচ্ছে।
Like Us On Facebook