তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি দুই বর্ধমানে। শুক্রবার বিকেলে দুর্গাপুর মহকুমার কাঁকসা, মুচিপাড়া এলাকার বামুনপাড়া, বিধাননগর এবং লাউদোহা, কোকওভেন থানার বীরভানপুর সহ বিভিন্ন এলাকায় প্রবল শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়। প্রবল গরমের মধ্যে ঠান্ডা হাওয়ায় স্বস্তি ফেরে। গত কয়েকদিন ধরেই তীব্র দাবদাহে জ্বলছিল শিল্পশহর দুর্গাপুর। গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত হওয়ার অবস্থা। প্রচণ্ড গরমে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছিলেন না সাধারণ মানুষেরা। রাস্তাঘাট, জাতীয় সড়কেও লোকসংখ্যা, যান চলাচল কম ছিল। সমগ্র দুর্গাপুরে না হলেও আজ শুক্রবার বিকেলে প্রবল শিলাবৃষ্টি হয় দুর্গাপুরের কাঁকসা, মুচিপাড়া, বীরভানপুর এলাকায়। স্বস্তি ফিরে আসে মানুষের মধ্যে।
Like Us On Facebook