.
ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই কাঁকসার দানবাবার মাজারে ইসলাম ধর্মের মানুষজন বুধবার সকালে প্রবিত্র ঈদের নামাজ পড়লেন। ঈদের নামাজ উপলক্ষে দানবাবার মাজারে উৎসবের আমেজে ভাসেন সকলে। টানা প্রবল দাবদাহের পর বুধবার ভোর থেকে মেঘলা আকাশ, সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। অপরদিকে মাসভর প্রবল দাবদাহের মধ্যেই নিষ্ঠার সঙ্গে রমজান মাসের সংযম পালন করে ইসলাম ধর্মাবলম্বীদের আজ, বুধবার পালিত হচ্ছে পবিত্র ঈদ উৎসব। এদিন নামাজ উপলক্ষে দানবাবার মাজারে কয়েক হাজার মানুষের সমাগম হয়। নামাজের পর একে অপরকে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে খুশির ঈদে মাতেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?
Like Us On Facebook