নিখোঁজ ইসিএল কর্মীর মৃতদেহ বৃহস্পতিবার উদ্ধার হল ফরিদপুর থানার অন্তর্গত মাদারবনীর অজয় নদে। মৃত ব্যক্তির নাম যশবন্ত জয়শোয়ারা (৪০)। ফরিদপুর ব্লকের মাদারবনীর ইসিএলের কোয়ার্টারে একাই থাকতেন। উত্তর প্রদেশের বাসিন্দা ছিলেন।

স্থানীয়দের অনুমান, গতকাল অজয় নদে স্নান করতে গিয়ে পা পিছলে পড়ে যান যশবন্তবাবু। বৃহস্পতিবার সকালে তাঁর মৃতদেহ অজয় নদে ভাসতে দেখেন পড়শীরা। মৃতদেহটি অজয় নদে ভাসতে দেখে স্থানীয়রা ফরিদপুর থানায় খবর দেন। ফরিদপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। যশবন্তবাবু ফরিদপুর ব্লকে ইসিএলের মাদারবনী কোলিয়ারির কর্মী ছিলেন।

Like Us On Facebook