.

ইসিএলের ডাম্পার চালক কৈলাশ সিংয়ের এক বছর আগে কর্মরত অবস্থায় দুর্ঘটনা ঘটলে পা কেটে বাদ যায়। সেই সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের চাপে কৈলাশ সিংকে ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে ইসিএল কর্তৃপক্ষ একটি চাকরি দিতে সম্মত হয়। কিন্তু বছর ঘুরলেও কৈলাশ সিং এখনও ক্ষতিপূরণ এবং পরিবারের একজনের চাকরির জন্য ইসিএল কর্তৃপক্ষের মুখাপেক্ষী হয়ে রয়েছেন। পা না থাকায় কৈলাশ সিং রোজগার করতে অক্ষম হয়ে পড়ায় তাঁর সংসার প্রায় অচল হয়ে পড়েছে। তাই ইসিএল কর্তৃপক্ষের দেওয়া প্রতিশ্রুতিমতো ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবিতে কৈলাশ সিং ও তাঁর পরিবারের লোকজন ইসিএলের শোনপুর বাজারি প্রজেক্টের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। কৈলাস সিংয়ের দাবি যতক্ষণ পর্যন্ত ইসিএল কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে প্রতিশ্রুতি মতো ক্ষতিপূরণ ও চাকরি না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে।

Like Us On Facebook