উখড়ার তিলিপাড়ায় বাড়িতে ফাটল এবং পুকুরে ধসের খবর পেয়ে আজ ইসিএল-এর আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন। স্থানীয় বাসিন্দারা ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখায়। গতকাল সকালে উখড়ার তিলিপাড়ায় মহিলারা যখন পুকুরে স্নান সারতে যান, হঠাৎ পুকুরের পাড়ে ধস নামে। মুহুর্তের মধ্যে পুকুর পাড়ে উপস্থিত মহিলাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। কয়েকজন মহিলা সামান্য আঘাত পান। মহিলারা বাড়ি ফেরে দেখেন বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য লক্ষ্মী নন্দী বলেন, “ইসিএল-এর উদাসিনতার জন্য প্রায়ই এই ধরণের ঘটনা এলাকায় ঘটছে। ইসিএল আধিকারিকদের জানিয়েও কোন ফল মেলেনি”।
স্থানীয় মানুষের অভিযোগ ইসিএল বিনা নোটিসে মাটির নিচে বিস্ফোরণ করছে ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় বাসিন্দারা। অভিযোগ অস্বীকার করে ইসিএল-এর আধিকারিকরা বলেন, “ইসিএল জমি অধিগ্রহণ করেই কাজ করছে। নোটিসও দেওয়া হয়েছে। এই জমি ইসিএল-এর। তাসত্বেও ইসিএল-এর বিরিদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা”।