রবিবার সকাল ১০ টা ৩৯ মিনিট নাগাদ দুর্গাপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৮। ভূমিকম্পের উৎসস্থল ছিল বাঁকুড়া জেলায়
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বাঁকুড়া থেকে ১৯ কিমি দূরে এবং ভূপৃষ্ঠের ১০কিমি গভীরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। এদিনের ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতি না হলেও বাঁকুড়ায় কিছু পাকা বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে জানা গেছে। ভূমিকম্পের সময় কয়েক সেকেন্ডের কম্পনে লোকজন আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। অল্প সময়র জন্য আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে। বাঁকুড়া, পুরুলিয়া ছাড়াও বর্ধমান, দুর্গাপুর ও আসানসোলে মৃদু কম্পন অনুভূত হয়। দুর্গাপুরে ভূমিকম্পের সময় হুড়োহুড়ি করে বাড়ি থেকে বের হতে গিয়ে কয়েকজন আহত হন।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?