ফাইল চিত্র

.

ডিভিসির পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে দফায় দফায় জল ছাড়া শুরু হয়েছে৷ ডিভিসির পিআরও বিজয় কুমার জানিয়েছেন সোমবার সকাল ৬ টার সময় পাঞ্চেত জলাধার থেকে ৯৫০০ কিউসেক ও মাইথন জলাধার থেকে ৫২৫০ কিউসেক জলা ছাড়া হয়েছে৷ তবে জল ছাড়ার ক্ষেত্রে এটি স্বাভাবিক প্রবণতা বলে জানিয়েছেন পিআরও বিজয় কুমার৷ এই হারে জল ছাড়াতে কোনো আশঙ্কার কারণ নেই৷ তবে নিম্নচাপ রেখা ঘনিভূত হওয়ায় দক্ষিণ বঙ্গ ও ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ বাড়লে বেশি পরিমাণ জল ছাড়া হতে পারে।

Like Us On Facebook