ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সাইবার অপরাধ। সঙ্গে ই-কমার্স, ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে নানান কায়দায় টাকা হাতানোর চক্র গজিয়ে উঠেছে। পাশাপাশি আছে এটিএম জালিয়াতি চক্র। পশ্চিম বর্ধমান জেলায় সাইবার ক্রাইম সেল থাকলেও পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবার ক্রাইম সেল না থাকায় জেলায় বেড়ে চলা সাইবার অপরাধ সংক্রান্ত বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি ঠিকমত হচ্ছিল না।
এই সমস্য দূর করতে সাইবার অপরাধের কিনারায় পূর্ব বর্ধমান জেলা পুলিশ সাইবার ক্রাইম সেল চালু করল। অতিরিক্ত পুলিশসুপারের (সদর) নেতৃত্বে খোলা হয়েছে এই সেল। এবার থেকে ব্যাঙ্ক জালিয়াতির শিকার হলে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি জেলা পুলিশকেও ই-মেলে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। সাইবার জালিয়াতির অভিযোগ জানানোর জন্য পূর্ব বর্ধমান জেলা পুলিশের সংশ্লিষ্ট ই-মেল আইডি হল – crimepurbabwn@gmail.com.