১৯২টি কর্ণিয়া সংগ্রহ করে দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি পূর্ব ভারতে দ্বিতীয় স্থান অধিকার করল। ৫০০টি কর্ণিয়া সংগ্রহ করে শ্রীরামপুর প্রথম হয় বলে জানা গেছে। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে সম্মানিত করেন সোমবার।

সারা বছর দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির সদস্যরা মরণোত্তর চক্ষুদান করার প্রচার করেন। আশানুরূপ ফলও পাওয়া যাচ্ছে। অনেক মানুষ আজ মরণোত্তর চক্ষু দানের অঙ্গীকারবদ্ধ হয়েছেন। আবার চক্ষুদানও হচ্ছে। সোমবার সেই পরিসংখ্যান তুলে ধরেন দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির সদস্যরা। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বলেন, এবার দ্বিতীয় নয় প্রথম হওয়ার আশা রাখছি দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির সদস্যদের কাছে।

Like Us On Facebook