ক্যান্সার আক্রান্তদের জন্য চুল দান করলেন দুর্গাপুরের কয়েকজন যুবক-যুবতী। রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারে ওয়েস্ট বেঙ্গল হেয়ার ডোনার্স অর্গানাইজেশন ক্যান্সার আক্রান্তদের জন্য চুল দানে এগিয়ে এসেছেন বেশ কয়েকজন যুবক যুবতী। ওই সংস্থার সদস্যরা জানান এই চুলগুলি খড়গপুরে সংস্থার অফিসে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে কেরালায় সেই চুলগুলি নিয়ে পরচুলা করে নিয়ে আসা হবে খড়গপুরে। সেখান থেকেই বিভিন্ন জায়গায় বিনাখরচায় দেওয়া হবে ক্যান্সার আক্রান্তদের। চুল দানে এগিয়ে আসা যুবক-যুবতীরা জানান, তাঁদের দীর্ঘদিনের ইচ্ছে ছিল এভাবেই ক্যান্সার আক্রান্তদের জন্য কিছু করার। তাঁরা চুল দান করতে পেরে খুশি। পরবর্তীকালে এই ভাবেই তাঁরা এগিয়ে আসতে চান ক্যান্সার আক্রান্তদের জন্য।
Like Us On Facebook