দুর্ঘটনা থেকে বাঁচাতে পথ কুকুরদের গলায় রেডিয়াম বেল্ট পরিয়ে ২৮তম জন্মদিন পালন করলেন দুর্গাপুরের বি-জোনের বাসিন্দা পারিজাত গঙ্গোপাধ্যায়। শনিবার তাঁর ২৮ তম জন্মদিবস ছিল। পরিজাত বলেন, ‘শীতের রাতে ঘন কুয়াশা বা অন্ধকারে গাড়ি কিংবা বাইক চালানোর সময় দৃশ্যমানতার অভাবে পথ কুকুররা দুর্ঘটনার শিকার হয়। আর এর ফলে একদিকে যেমন বাইক চালক আহত হন ঠিক তেমনই অনেক সময় চারচাকা গাড়ির ও বাইকের ধাক্কায় রাস্তার কুকুরদেরও প্রাণ যায়।’ পারিজাত শনিবার দুর্গাপুর রেলস্টেশনের সামনে পথ কুকুরদের ধরে ধরে গলায় রেডিয়াম বেল্ট পরিয়ে দেন। পথ কুকুরদের খাবারও দেন নিজের হাতে। পাশাপাশি দুর্গাপুর স্টেশনে থাকা ভবঘুরেদের সাথে কেক কেটে এবং দুস্থদের কম্বল বিতরণ করে নিজের জন্মদিন পালন করেন পারিজাত।
Like Us On Facebook