Photo Collected

শেষ ১৮ দিনে পূর্ব বর্ধমান জেলায় ২৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে, এর মধ্যে শেষ ২৪ ঘন্টাতেই ৬ জনের মৃত্যু হয়েছে। গত ৪৮ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংকৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডলের দেওয়া প্রেস নোট অনুযায়ী, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় মোট করোনা আক্রান্ত ছিলেন ৪১ হাজার ২৪৯ জন। ওই দিন পর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছিল ৪৯৫ জনের। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ছিল ৮৮ জন। ৩১ ডিসেম্বরের রিপোর্ট অনুযায়ী ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছিলেন ১৫ জন।

এবছরের ২১ জানুয়ারি রাতে দেওয়া জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী, শেষ ২১ দিনে নতুন করে এই জেলায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭২৮ জন। এবছরের ৪ জানুয়ারি থেকে ২১ জানুয়ারির রিপোর্ট অনুযায়ী শেষ ১৮ দিনে মৃত্যু হয়েছে ২৫ জন আক্রান্তের। ২১ জানুয়ারি রাতের রিপোর্ট অনুযায়ী, পূর্ব বর্ধমান জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ২৫ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ৫২০ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২৬৩৯ জন এবং ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২৮ জন।

এদিকে, জেলায় হঠাৎ করোনায় মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। যদিও এব্যাপারে জেলা মুখ্য স্বাস্থ্যাধিকারিক ডা. প্রণব রায় জানিয়েছেন, গত কয়েকদিনে যাঁরা মারা গেছেন তাঁদের সিংহভাগই অন্যান্য রোগে ভুগছিলেন। কো-মর্বিডিতে ভুগছিলেন। তবুও তাঁরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েই দেখছেন। সোমবার এবিষয়ে জরুরী বৈঠকে গোটা বিষয়টি নিয়ে তাঁরা বিশ্লেষণও করবেন।

Like Us On Facebook