দুর্গাপুরের বেনাচিতির প্রান্তিকার এক যুবকের মৃতদেহ উদ্ধার হল দুর্গাপুরের স্টিল টাউনশিপের জঙ্গল থেকে। এই ঘটনায় দুর্গাপুরে বৃহস্পতিবার সকালে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, আট দিন ধরে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকালে নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় দুর্গাপুরের সি-জোন স্টেট ব্যাঙ্ক সংলগ্ন জঙ্গল থেকে।
পরিবার সূত্রে জানা গেছে, পেশায় দিনমজুর দুর্গাপুর প্রান্তিকা তালতলা বস্তির বাসিন্দা বছর কুড়ির রাহুল পাসোয়ানের নিখোঁজ হওয়ার কথা জানানো হয়েছিল এ-জোন ফাঁড়িতে। এরপর বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন সি-জোনের পরিত্যক্ত জঙ্গলে রাহুল পাসোয়ানের নিথর দেহ দেখতে পায়। ঘটনার কথা পুলিশকে জানানো হলে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, মৃত যুবক রাহুল পাসোয়ানের নামে একাধিক চুরির মামলা রুজু ছিল দুর্গাপুর থানায়।